কালীগঞ্জ শহরে অভিজান চালিয়ে বাংলা মদ সহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের ফয়লা গ্রামে একজন বাংলা মদ বিক্রি করছে। এ খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ফয়লা গ্রামে গিয়ে দেখতে পায় সেখানে আসাদুজ্জামান নামে একজন মাদক বিক্রি করছে। পুলিশের উপস্থিতি দেখে সেবন কারিরা পালিয়ে যায়। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ি আসাদুজ্জামান কে ২ লিটার বাংলা মদসহ আটক করে।
সে ফয়লা গ্রামের আবদুর জব্বারের ছেলে। পুলিশ জানায় সে দীর্ঘদিন এলাকায় বাংলা মদ বিক্রি করে পরিবেশ নষ্ট করে আসছিল। বর্তমানে কালীগঞ্জে আবার ও মাদক দ্রব্য বিক্রির পরিমান বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদ্রক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।