রাজশাহীর বাঘায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মিজানুর রহমান মিজান (১২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২ টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর পুলিশ বক্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান উপজেলার খুদেছয়ঘটি গ্রামের রান্টু হোসেনের ছেলে। মিজানুর রহমান চন্ডিপুর উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
জানা যায়, কুষ্টিয়া থেকে একটি মাইক্রোবাস রোগী নিয়ে বাঘা-লালপুর সড়ক দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যাচ্ছিল। মিজানুর রহমান পাশের গ্রামে বাবার কাছে থেকে আম নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় সে আম নিয়ে বাঘা উপজেলার চন্ডিপুর পুলিশ বক্রের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় সে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়ার পর দায়িত্বরত ডাক্তার আতিক মাহমুদ মৃত ঘোষণা করেন। তবে ঢাকা মোট্র-চ-১৩৫৯৬২ নম্বরের মাইক্রো ও ড্রাইভারকে বাঘা থানার পুলিশ আটক করেন। আটককৃত ড্রাইভারের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে ইসমাইল হোসেনের ছেলে আরিফুল ইসলাম।
স্থানীয় মেম্বর শাহার আলী বলেন, নিহত মিজানুর রহমান বেলা সাড়ে ১২ টার দিকে সাইকেল নিয়ে পাশের গ্রামে পিতার কাছে থেকে আম নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে এ দুর্ঘটনায় সে মারা যায়।
বাঘা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মহসীন আলী বলেন, নিহত মিজানুর রহমানের পরিবারের কোন অফিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।