রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস এ- ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর উদ্যোগে এবং রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে শনিবার দিনব্যপী “জব ফেয়ার-২০১৯” অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি উপ সচিব প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. সৈয়দ শাহজাহান আহমেদ,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা ড. নজরুল ইসলাম। “জব ফেয়ার -২০১৯” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর সুযোগ্য অধ্যক্ষ প্রকৌশলী মোঃ খালেদ হোসেন। আয়োজিত জব-ফেয়ারে দেশের খ্যাতনামা ২৮টি কোম্পানি উপস্থিত থেকে চাকরি প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ এর মাধ্যমে সর্বমোট ৪৩ জন প্রার্থীকে নিয়োগ পত্র প্রদান করে।