শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস এ- ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর উদ্যোগে এবং রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে “শিক্ষার্থীদের নীতি নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়নে শুদ্ধাচারের ভূমিকা শীর্ষক সেমিনার” রোববার সকালে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার(ডিআইজি) মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ উন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালনে আহবান জানান। তিনি প্রত্যেক শিক্ষককে এক একটি আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ড. মোঃ নুরে আলম, সেমিনরে সভাপতিত্ব করেন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মোঃ খালেদ হোসেন।