রংপুর নগরীর তাজহাট গলাকাটার মোড এলাকায় অভিযান চালিয়ে দুইশত পিস ইযাবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ মাদক ব্যবসাযীকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। শনিবার তাজহাট গলার কাটার মোড, কানোন গোটালা রোডস্থ নিজ বাডী থেকে অভিযান পরিচালনা করে রংপুরের কুখ্যাত “ইয়াবা (মাদক) ব্যবসাযী শহিদুল কে গ্রেফতার করেছে (আর পি এম পি) তাজহাট থানা পুলিশের একটি অভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ধৃত মাদক ব্যবসাযী তাজহাট গলা কাটার মোড এলাকার মৃত: আবদুল কাদের এর ছেলে মোহাম্মদ শহিদুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ রংপুরের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।