নিয়ামতপুরে শনিবার বিকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বঙ্গবন্ধুতে মোহাম্মদপুর ও বঙ্গমাতায় কানইল সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা দ’ুটি সরাসরি উপভোগ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় তিনি ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন ও খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় হাজিনগর ইউনিয়নের মোহাম্মাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে পাঁড়ইল ইউনিয়নের পাঁড়ইল সরকারী প্রাথমিক বিদ্যালয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ খেলায় নিয়ামতপুর সদর ইউনিয়নের কানইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পাঁড়ইল ইউনিয়নের ঝাড়-য়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্র রিমন বাসকি। সর্বোচ্চ গোলদাতা হন একই বিদ্যালয়ের ৫ম শেণির ছাত্র বাবু রাম। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন ঝাড়-য়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রী সীমা।
নিয়ামতপুর বহুমুখী মডেল সরকারী উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম ও উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কালাম আজাদ, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক।