নওগাঁর ধামইরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে দিনব্যাপী ক্যাম্পেইনে উপজেলা সদর হাসপাতালে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের মোট ২হাজার ১ শত ও ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে লাল রঙের মোট ১৮ হাজার ৩ শত উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. সারোয়ার হোসেন, (টিএনসিএ) ডা. মো. আবুল হোসেন, (ফার্মেসী) ডা. আবুল কামাল আজাদ, পৌর স্বাস্থ্য কর্মী রাখি সুলতানা সেবা, সাংবাদিক রেজুয়ান আলম প্রমূখ।