নওগাঁর ধামইরহাট উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবসেবা’ বনায়নে দেশ সেরা ৩ জনের মধ্যে ২য় স্থান অধিকার করেছে। জাতীয় পর্যায়ে ২০১৮ সনে ফল বাগান সৃজন করে পুষ্টি চাহিদা পুরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় প্রতিষ্ঠান পর্যায়ে ‘মানবসেবা সংগঠন’কে গত ১৮ জুন ঢাকার খামারবাড়িস্থ্য গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে জাতীয় পর্যায়ের ২য় পুরুস্কারে মনোনীত করলে ওইদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আলম সংগঠনের সভাপতি রাসেল মাহমুদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান কবির ইকরামুল হকসহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে উচ্চ পদস্থ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মানবসেবা সংগঠনটি ২০১৮ সালে গঠিত হওয়ার পর থেকেই ভিক্ষুক পূনর্বাসন, এতিম শিশুদের পড়াশোনার দায়িত্বগ্রহণ, বিশেষ দিনে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থা ও ফাষ্ট এ্ইড, দুস্থ্যদের সাহায্যের পাশাপাশি, গরীব বর্গাচাষীদের বিনা পারিশ্রমিকে ধান কর্তন, উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগরিয়া-কর্ণাই স্কুল সড়কের দু’পার্শে প্রায় ৫ কিলোমিটার বনায়ন কার্যক্রম সম্পন্ন করেন। চলতি বছরে দুর্যোগ মোকাবিলায় প্রায় ১০ হাজার তালবীজ বনায়ন করার পরিকল্পনার কথা জানান সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ।