নওগাঁর ধামইরহাটে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশান (পিকেএসএফ) এর সহযোগিতায় ও রিসোর্স ইন্টিগ্রেশান সেন্টার (রিক) এর বাস্তবায়নে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে ১৪ জন শিক্ষার্থীদের মাঝে ১২ হাজার করে সর্বমোট ১ লক্ষ ৬৮ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আজহার আলী। এ সময় ধামইরহাট থানার ওসি মো. জাকিরুল ইসলাম, রিক এর জোনাল ম্যানেজার মুহাম্মদ আবদুল আলিম, এরিয়া ম্যানেজার মো. আবুল হোসেন, শাখা ব্যবস্থাপক, মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।