নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আ.লীগের সভাপতিদেলদার হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি আবু হানিফ, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, সম্পাদক ভাইস চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ। বক্তাগণ আগামীতে দলকে আরও সু-সংগঠিত করে দেশের কল্যাণে ভূমিকা পালণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।