সারা দেশের ন্যায় নিয়ামতপুরেও বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। র্যালী শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, আদিবাসী নেত্রী বিষদ মনি টপ্প, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নইম, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল বাকী, আরিফ হাসান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সকল বিভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে কাজ করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বন্ধবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য মানববতার অগ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।