১২৫তম অলিম্পিক ডে উৎযাপন উপলক্ষে আজ রবিবার নীলফামারীতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী টাউনক্লাব থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালীতে অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দেওয়ান কামাল আহমেদ, সহ-সভাপতি এসএম সফিকুল ইসলাম ডাব্লু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক তরিকুল ইসলাম গোলাপসহ জেলা ত্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ছাড়াও বিভিন্ন ক্লাব ও সংগঠনের খেলোয়াড় কর্মকর্তারা।