বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার পৌরসভাধীন আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলূ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আরা ইসলাম,ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ পপ্পু মিয়া,পীরগঞ্জ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদুর রহমান। উদ্বোধনী খেলায় আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে। এরপর একই ভেন্যুতে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এবং পীরগঞ্জ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।