ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মোঃ রেদওয়ান সিকদার রিচানকে আহ্বায়ক এবং মোঃ আলআমিন সরদার, মো. বেল্লল খান তুহিন, মোঃ আহাদুল ইসলাম রুবেল খান, মোঃ রেদওয়ানুল হক রিয়াদ, মোঃ মেহেদী হাসান লিমন যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন শহিদুল ইসলাম সাকিব, সিফাত মৃধা, সবুজ শাহ, রাজিব সিকদার, শাহিন আকন, আরাফাত মিয়া খুসবু, রায়হানুল ইসলাম শোভন, আবি আব্দুল্লাহ সিহান, এইচ.এম আমান, সাইফ ইমাম, মেহেদী হাসান রুমান, শাহাদৎ হোসেন রনি, রফিকুল ইসলাম রানা, সাইফ খান নিলয়, সুদেব দাস।
মোঃ আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং মোঃ মিরাজ সিকদার ঈষানকে সাধারণ সম্পাদক করে ভান্ডারিয়া পৌর ছাত্রলীগ কমিটি গঠন করা হয়েছে এ ছাড়া ভান্ডারিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি পরিবর্তন আনা হয়েছে এতে মোঃ তাজবির রহমান সানি সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম মাহিমকে সাধারণ সম্পাদক এবং মোঃ মইন আহসান পাশা সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গত ২১ জুন বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখা এসব কমিটির অনুমোদন দেয়।