বিনোদন ও শিল্পের অগ্রযাত্রায় রাজবাড়ীতে বেনারসি গ্লোবাল ইভেন্টস লিমিডেট এর সার্বিক সহযোগীতায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলার দর্শনার্থীরা বলছেন বহু দিন পর রাজবাড়ীতে বাণিজ্য মেলা শুরু হচ্ছে, তবে রাজবাড়ীতে বিনোদনের তেমন কোন স্থান না থাকায় বিনোদন যোগাতে এ ধরনের আয়োজন প্রতিবছর হওয়া প্রয়োজন বলে মনে করেন। আর আযোজক কমিটি বলছেন সাধারন জনগনের বিনোদন ও ব্যবসায়ীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ শিল্প ও বাণিজ্য মেলা।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় জেলা চেম্বার অব কমার্স এ- ইন্ড্রাস্ট্রিজ এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা চেম্বার অব কমার্স এ- ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি কাজী ইরাদত আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস প্রমূখ।
মেলায় শিশুদের বিভিন্ন ধরনের বিনোদনের রাইড ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন তেজস পত্রের প্যাভেলিয়ন, নানা ধরনের খাবারের স্টল ,পোষাকের স্টল সহ স্থান পেয়েছে প্রয়োজনীয় অন্যান্য স্টলও। সেই সাথে রয়েছে নান্দনিক পানির ফোয়ারা ও আলোর ঝলকানি। মেলায় সাধারনের জন্য প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে ১০ টাকা।
দর্শনার্থীরা বলেন, রাজবাড়ীতে বিনোদনের জায়গা খুবই কম, তবে দীর্ঘ দিন পর এমন আয়োজনে তারা অত্যন্ত খুশি। মেলার পন্য গুলো সুলভ মূল্যে বিক্রয় সহ মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করার দাবী জানান তারা। এবারের মেলা অন্যান্য বছরের তুলনায় অনেক ভাল ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। মেলায় শিশুদের পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে। স্ব-পরিবারে এসে মেলায় সময় কাটাতে পারবে এবং সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদও জানান তারা।শিশুদের জন্য রয়েছে ওয়াটার রাইড ও জাম্পিং রাইড এছাড়াও বাইক ও কার প্রদর্শনী রয়েছে জনসাধারনের উপভোগ করার জন্য।
ব্যবসায়ীরা বলেন, সুলভ মূল্যে মেলায় তারা পন্য বিক্রি করছেন এবং বাচ্চাদের বিনোদনের ভাল ব্যবস্থা আছে।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস বলেন, ফোল্ডার (৫) মেলা শুধু বিনোদনের জন্য নয়, বাণিজ্যিক চিন্তা চেতনার বিষয় থাকে। মেলায় শিল্প প্রশারের জন্য অনেক প্যাভেলিয়ান রয়েছে। রাজবাড়ীর ব্যবসায়ীদের সফলতার জন্য এ আয়োজন করা হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার বলেন,ফোল্ডার(৬) মানুষের সব ক্ষেত্রে মনোনিবেশ প্রয়োজন। এ মেলা আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি এবং যুব সমাজ ও নতুন প্রজন্মনের জন্য এ রকম আয়োজন বেশি বেশি প্রয়োজন।
রাজবাড়ী জেলা চেম্বার অব কমার্স এ- ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি কাজী ইরাদত আলী বলেন,ফোল্ডার (৫) ,রাজবাড়ী জেলা চেম্বার অব কমার্স এ- ইন্ড্রাস্ট্রিজ এর উদ্দ্যোগে শিল্প ও বাণিজ্য মেলা শুরু করা হচ্ছে। মেলার জন্য প্রশাসনের কাছে ৪৫ দিনের আবেদন করেছিলেন প্রেক্ষিতে ৩০ দিনের অনুমতি পেয়েছেন। বিনোদন শিল্প ও বাণিজ্যের বিকাশ ঘটাতে এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।