রংপুরের তারাগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’র শুভ উদ্বোধন করেন ইউএনও আমিনুল ইসলাম।
গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সারাদেশের ন্যায় একযোগে তারাগঞ্জ উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি ক্লিনিক ও মহল্লায় ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়।
ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোস্তফা জামান চৌধুরী, এমটিপিআই ইয়াসিন আলী, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আবদুস সালাম, স্বাস্থ্য সহকারি তৃপ্তি রাণীসহ সকল স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি প্রমুখ।