যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় যশোর শিশু হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ শাহাদৎ খন্দকার ও সিভিল সার্জন দিলিপ কুমার রায়।
এ বছর যশোরের ৮ উপজেলায় এক হাজার ২১২ জন মাঠকর্মী শিশুদের এ টিকা খাওয়াচ্ছেন। শনিবার জেলার তিন লাখ ২৪ হাজার ১১৮জন শিশুকে টিকা খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ৬১৯ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৭ হাজার ৪৯৯ জন শিশু।