চিত্রনায়ক বাপ্পির প্রশংসা করলেন চিত্রনয়িকা নুসরাত ফারিয়া। এই দুজন তারকা প্রথমবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন 'ঢাকা ২০৪০' নামের একটি ছবিতে। দীপংকর দীপন পরিচালিত এ ছবির মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে। এখানে বক্তব্য রাখতে গিয়ে নুসরাত ফারিয়া বলেন, 'বাপ্পি ও আমি একই জায়গা থেকে এসেছি। বাপ্পি অনেক ভালো অভিনয় করেন। বাপ্পি তার এই নতুন চলচ্চিত্রের জন্য কি কষ্ট করেছে তা আমি নিজের চোখে দেখেছি। দিনরাত নেই সারাক্ষণ জিমে পড়েছিল নিজেকে নতুন করে নির্মাণ করার জন্য। চলচ্চিত্রের জন্য ওর ভালোবাসা সত্যি প্রশংসার দাবিদার। নতুন এই ছবিটির জন্য বাপ্পি অনেক ঘাম ঝরিয়েছে। আশা করি, আমাদের নতুন এই মিশন আমাদের নতুন করে আলোচনায় আনবে।'
এদিকে গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত নতুন ছবি 'বিবাহ অভিযান'। এ ছবির মাধ্যমে প্রথমবার কলকাতার একক প্রযোজনার ছবিতে দেখা যাচ্ছে তাকে। ছবিটি নিয়ে বেশ আশাবাদীও তিনি। এ কারণে গত শুক্রবার সকালেই ছবিটির প্রচারণার জন্য কলকাতায় গেছেন ফারিয়া। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশের সঙ্গে। এ ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াংকা সরকার। ছবিটি পরিচালনা করেছেন বিরশা দাশগুপ্ত। ছবি মুক্তির আগে নুসরাত ফারিয়া কলকাতায় এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি ছবি সম্পর্কে বলেন, 'যৌথ প্রযোজনার বাইরে এটা আমার প্রথম কলকাতার ছবি। ছবিতে আমার আর অঙ্কুশের রসায়ন দর্শকদের মজা দেবে। প্রচুর হাস্যরস আছে ছবিতে। ছবিটি করার সময় আমরা প্রচুর মজা করেছি।'