২০১৯-২০ অর্থবছরের বাজেটে নিম্নমানের গুড়াদুধের উপর আমদানি শুল্ক বৃদ্ধি ও এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ করাসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ডেইরী ফার্মারস অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখা মানববন্ধন করেছে।
গতকাল শনিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ ডেইরী ফার্মারস অ্যাসোসিয়েশন দিনাজপুরের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাছিম আলী কচি, বিডিএফএ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক তুহিন আকতারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। মোট জনসংখ্যার প্রায় ৮৭% মানুষ গ্রামে বসবাস করে এবং কৃষি কাজের সাথে সম্পৃক্ত। দুগ্ধ খামার ব্যবসা বাংলাদেশে কৃষি ব্যবসার অনেকগুলো ব্যবসার মধ্যে অন্যতম। দেশে মোট জিডিপি এর ১৯% আসে কৃষি থেকে। যার ফলে দেশের যেমন বেকার সমস্যার সমাধান হচ্ছে তেমনি জনগণের পুষ্টি ঘাটতি ও দূর করে মেধাবী জাঁতি গঠনে ভূমিকা রেখে যাচ্ছে দেশের দুগ্ধ শিল্প। সার্বিক বিবেচনায় দুগ্ধ খামার দেশের কৃষির সাথে পুরোপরি সংশি¬ষ্ট। তাই দুগ্ধ খামারীদের ১০ দফা দাবি বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে।
উল্লেখ্য, ১০ দফা দাবি সমূহ হলো ঃ (১) নিম্নমানের ভূর্তুকীপ্রাপ্ত গুড়া দুধের উপর এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপ ও আমদানি শুল্ক বাড়িয়ে ৫০% এর উন্নীত করা, (২) বিগত ১৫ বছরে মুদ্রাস্ফিতীর সাথে সমন্বয় করে খামারিদের তরল দুধের ন্যায্য দাম সরকার থেকে নিশ্চিত করা, (৩) তরল দুধের সঠিক বাজারজাতকরণ ব্যবস্থাপনা নিশ্চিত করা, (৪) দুগ্ধ প্রসেসিং কোম্পানীদের সাথে সরকার কর্তৃক নির্ধারিত দামে তরল দুধের দাম সমন্বয় সাধন করা, (৫) এলাকাভিত্তিক খামারিদের দুধ সংরক্ষণ ব্যবস্থাপনা তৈরী করে দেয়া, (৬) ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির জন্য সরকার থেকে দায়িত্ব নিয়ে সচেতনতামূলক টিখিমি প্রোপ্রাম করা, (৭) গো-খাদ্য আমদানীতে সকল শুল্ক প্রত্যাহার করা, (৮) আধুনিক খামার ভিত্তিক সকল বৈদেশিক যন্ত্রপাতি আমদানীতে সকল শুল্ক প্রত্যাহার করা, (৯) বাণিজ্যিক নং বরং কৃষির আওতায় দুগ্ধ খামারের বিদ্যুৎ ও পানির বির আনা এবং (১০) পোলট্রি ও মৎস্য শিল্পের মত দুগ্ধ খামারিদের আগামি ২০ বছরের জন্য আয়কর মুক্ত বা ট্যাক্স হলিডে দেয়া।