বগুড়ার আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সান্তাহার বেনী মাধব আশ্রমে উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি দিলিপ কুমার দেব, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অমৃতলাল সাহা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রবীন্দ্রনাথ সাহা, জেলা কমিটির নেতা চন্দন চক্রবর্তী, সান্তাহার টাউন ফাঁড়ির টিএসআই ওয়াদুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন আহ্বায়ক কমিটির সদস্য আনন্দ কুন্ডু, অনীল গুপ্ত, দুলাল কুন্ডু, রেবতী মোহন সাহা, কাজল সরকার, অলক মোহন্ত, সুদেব ঘোষ, শ্যামল শীল, গোপাল বর্মন, শ্রীবাস দেবনাথ, উৎপল ঘোষ, চন্দন কুন্ডু, দুলাল বসাক প্রমূখ। সভা শেষে সকল ইউনিয়ন কমিটির সদস্যদের সর্ব সম্মতিক্রমে অসিত দেবনাথ বাপ্পা কে সভাপতি ও মিহির কুমার সরকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে জেলা কমিটি তা ঘোষনা করে। সভায় পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।