মামুন, কবির, নিলয়, রাব্বি, ইমন, রিয়া, সহিদুল, আফ্রিদি, তানভির, অপু, শহিদ এরা সকলেই ¯’ানীয় কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তারা সমাজের অবহেলিত নানা দিক নিয়েও ভাবেন। সমাজের বিভিন্ন অবহেলিত অন্ধকারা”ছন্ন অব¯’ার পরিবর্তনের জন্য তারা কাজ করে যা”েছন। তাই তাদের স্বে”ছাসেবী সংগঠনের নাম দিয়েছেন রোদ্দুর। তাদের লক্ষ্য অন্ধ্যকার অব¯’ার মধ্যে এক ঝলক রোদ্দুর দিয়েই তারা সমাজকে আলোকিত করবেন। সে লক্ষ্যেই তারা কাজ করছেন। বর্তমানে পথ শিশুদের যারা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান যারা ছোটবেলা থেকেই পরিবারের সদস্যদের মত অন্যের কাছে হাত পেতে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছে। কোনদিন যাদের স্কুলে যাওয়া হয়নি তাদের নিয়ে চালা”েছন রোদ্দুর ছড়ানোর গাছতলার স্কুল। লেখাপড়ার পাশাপাশি ভবঘুরে এ সকল শিশুদের বিনোদনের জন্য ল্যাপটফের মাধ্যমে দেখানো হ”েছ বিভিন্ন শিক্ষনীয় বিষয়সহ শিশু শিক্ষার নাটিকা। এতে পাঠদান হয়ে উঠছে আরও আনন্দময়। অর্থাৎ শিশুরা শিখছে আনন্দের সঙ্গে। রোদ্দুরের সক্রিয় সদস্য নাহিদ হাসান জানান, এরইমধ্যে যশোর বিসিএমসি কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বাড়িতে থাকি। নিজের এবং অন্য বন্ধুদের স্কুল কলেজ থেকে বাসায় ফিরে বিকেলে কোন কাজ থাকে না। এ সময়টা বন্ধুরা মিলে সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু একটা করার কথা ভাবতে থাকেন। তারা সকলে মিলে চিন্তা করেন মাদক ও সন্ত্রাসী নয় বরং মাদক ও সন্ত্রাসের উৎপত্তি¯’ল ধবংস করা আগে প্রয়োজন। তাই বিষয়টি নিয়ে তারা সময় ব্যয় করতে থাকেন কি দিয়ে কি করা যায়। রোদ্দুরের উপদেষ্টা রায়হান আহম্মেদ জানান, প্রথম পর্যায়ে তারা মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের আশপাশেই গড়ে ওঠা ব¯ি Íগুলোতে নজর দেন। এখানে গিয়ে তারা শিশুদের সাথে কথা বলে জানতে পারেন অনেক শিশুই স্কুলে যায় না। অনেকের বাবা মা খোঁজই রাখে না তাদের শিশুদের। আবার অনেকে শিশু পারিবারিক চাপে এখন থেকেই বেছ নিয়েছে ভিক্ষাবৃত্তি। তাদের সাথের কথা বলে তাদের আগ্রহেই শুরু করা হয়েছে রোদ্দুরের আলো ছড়ানোর শিক্ষাদান। রোদ্দুরের আরেক সদস্য তানভীর আহম্মেদ বলেন, শিশুদের জন্য তারা যে টাকা ব্যয় করছেন তা পরিমাণে বেশি না হলেও ছাত্রজীবনে তার মূল্য অনেক। তারপরও নিজেদের কারও টিউশনির টাকা কারো বা হাত খরচের টাকা বাঁচিয়ে এই পথ শিশুদের কল্যাণেব্যয় করছেন। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি ¯’ানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতারাও।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বেশ কিছু মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে তাদের সংগঠন রোদ্দুর ভাল কাজ করছে। সমাজের অসহায় পথ শিশুদের লেখা পড়া করা”েছ। এভাবে অন্য শিক্ষার্থীরাও যদি এমন কাজে এগিয়ে আসে তাহলে পথশিশুরা লেখাপড়ার সুযোগ পাবে। সাধ্যমত রোদ্দুরকে সাহায্য করবো। সঙ্গে সঙ্গে সামর্থবানদেরকে রোদ্দুরের এমন মহৎ কাজের সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।