দিনাজপুরের ঘোড়াঘাটে ভটভটি খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১টায় ঘোড়াঘাট-দিনাজপুর মহাসড়কের নিতাইশাহ পুকুর নামক স্থানে। নিহত ভটভটি চালক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দহপাড়ার সাহাদত আলীর পুত্র শিপুল আহমেদ (৩৫)। নিহত শিপুল সারিয়াকান্দি থেকে ভটভটি চালিয়ে বিরামপুর হাটে গরু ক্রয় করার উদ্দেশ্যে যাওয়ার পথে উক্তস্থানে নিয়ন্ত্রন হারিয়ে ভটভটি খাদে পড়ে যায়। ভটভটির নীচে চাপা পড়ে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।