বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গত শনিবার রাত সাড়ে ১০টায় এক সফল চোরাচালানী অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ২২ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করেছে। তবে চোরাচালানী সাথে জড়িত কাউকেই আটক করতে পারেননি বিজিবি সদস্যরা।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) এর নেতৃত্বে কাটলা বিশেষ ক্যাম্পের হাবিলদার শ্রী রাজ কুমারসহ বিজিবি’র একটি টহলদল মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় থাকা একটি ট্রাক তল্লাশী চালিয়ে ৯২০ বোতল ফেন্সিডিল ও ৮৪০ পিস ভারতীয় নেশা জাতীয় ইঞ্জেকশন জব্দ করা হয়। আটককৃত ট্রাকসহ চোরাচালানী পণ্যের আনুমানিক মূল্য ২২লাখ ৯৪ হাজার টাকা।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) চোরাচালানী পণ্য জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।