পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পর্শে হয়ে শাহাদাৎ হোসেন সরদার(৫০) নামে এক খামারীর মৃত্যু ঘটেছে। আজ শনিবার দুপুরে তিনি ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
নিহত শাহাদাৎ হোসেন উপজেলার নদমূলা গ্রামের আদম আলী সরদারের এর ছেলে। সে পাঁচ সন্তানের জনক।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, উপজেলার গ্রামের গো খামার মালিক শাহাদাৎ হোসেন প্রতিদিনের মত আজ শনিবার নিজের গরুর খামারে কাজ করছিলেন। দুপুর দুইটার দিকে কাজ শেষে বসতবাড়ির কাছে খালের ঘাটে গোছল করতে যান। সেখানে পথে বৈদ্যুতিক লাইনের খুটির ভারসাম্য রক্ষার টানা তাওে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তিনি দুপুর আড়াইটা দিকে চিকিৎসাধি অবস্থায় মারা যান। পরিবারের স্বজনরা হাসপাতাল হতে নিহত বৃদ্ধের লাশ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় নিহত শাহাদাৎ এর পরিবারে এখন শোকের মাতোম চলছে।