রাজশাহীর মোহনপুরে দুই সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণের পর ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অপরদিকে গলায় ফাঁস দিয়ে মানসিক রোগী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার মোহনপুর থানা পুলিশ গৃহবধূ আসমা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশের পাশ থেকে নিহতের ব্যবহৃত ভাঙ্গা মোবাইল ফোন, টাইগারের খালি বোতল উদ্ধার করেছেন পুলিশ। গৃহবধূর আসমা বেগমের ছেলে মাসুদ রানা বাদি হয়ে অপ্সাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার ফুলশো গ্রামের চান মোহাম্মদের সাথে প্রায় ২৬ বছর পূর্বে একই উপজেলার উষায়ের হাটরা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের মেয়ে আসমা বেগম (৪৫) এর বিয়ে হয়। দুই সন্তানের জন্মের পর স্বামী চান মোহাম্মদ আসমা বেগমকে তালাক দেন। ওই সময় থেকে আসমা বেগম ছেলে-মেয়েকে নিয়ে উষায়ের হাটরা গ্রামে বাবার বাড়িতে থাকেন। নিহত গৃহবধূ আসমা বেগম পাশের তীলাহারি গ্রামের হাসেম আলী ছেলে বাবুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করে হাটরা গ্রামে থাকেন। বর্তমান স্বামী বাবুল হোসেন সপ্তাহে দুই একদিন তার কাছে যাওয়া আসা করেন। মেয়ের বিয়ের পর থেকে নিহত আসমা বেগম তার একমাত্র ছেলে সন্তান মাসুদ রানা (২২) নিয়ে বসবাস করতেন। নিহতের ছেলে মাসুদ রানা জানান, শুক্রবার রাজমিন্ত্রির কাজ শেষে সন্ধা ৭ টার বাড়িতে ফিরে মা কাছ থেকে খাবার খেয়ে হাটরা গেডির মোড়ে যান। রাত ৯ টার সময় বাড়ি গিয়ে তার মাকে দেখতে না পেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। মাসুদ রানাসহ পরিবারের দাবি গৃহবধূ আসমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা বিলে ফেলে রাখা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮ টার সময় হাটরা গ্রামের আন্না ও রাঙ্গা নামে দুই শিশু উষায়ের হাটরা অম্পায় ডাঙ্গা বিলে ছাগল নিয়ে গেলে তারা গৃহবধূ আসমার লাশ দেখতে পান। ওই দুই শিশু গ্রামে এসে বিলে লাশ পড়ে আছে বলে চিৎকার করতে থাকে। স্থানীয়রা বিলে গিয়ে শাহাদত আলীর শষার খেতে গৃহবধূ আসমা বেগমের বিবস্ত্র অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তার কাছে পড়ে থানা কাপড় দিয়ে শরীর ঢেকে দেন। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, লাশ উদ্ধারের সময় তার ব্যবহৃত ভাঙ্গা মোবাইল ফোন ও একটি খালি টাইগারের বোতল উদ্ধার করেছেন। ওসি মোস্তাক আহম্মেদ আরো বলেন, গৃহবধূর মুখুমন্ডল ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। অপরদিকে মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের গরিবউল্লাহ’র স্ত্রী মানসিক রোগী আনোয়ারা বেগম (৪৮) ভোর ৬ টার সময় গলায় ফাঁঁস দিয়ে আত্মহত্যা করেন। থানায় ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। রাজশাহী জেলা পুলিশের সদর সার্কেল সুমন দেব ডিবির সদস্য ও মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।