পাবনার চাটমোহর প্রেসক্লাবের এক সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক চাটমোহর বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভার সভাপতিত্ব করেন,দৈনিক আমাদের বড়াল সম্পাদক,চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি হেলালুর রহমান জুয়েল।
সাধারন সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন খবর ডটকম পত্রিকার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লারে প্রতিষ্ঠাতা সদস্য ও সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএম হাবিবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য,দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি এম,এস আলম বাবলু, সহ-সম্পাদক শেখ মোঃ সালাহ উদ্দিন ফিরোজ, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক ও কার্যকরী সদস্য মোঃ রফিকুল ইসলাম রনি,দপ্তর সম্পাদক আলমগীর কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি এম এ জিন্নাহ, প্রচার সম্পাদক দৈনিক পাবনার আলো প্রতিনিধি মোঃ রেজাউল করিম, কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান,আনিসুর রহমান,শামীম আহমেদ প্রমুখ। আলোচনা সভায় চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রকৃত সদস্য ও সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়ে যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আহবান জানানো হয়। একইসাথে চাটমোহর প্রেসক্লাবে নতুন সদস্য ভর্তিসহ কতিপয় সিদ্ধান্ত গৃহিত হয়।