পাবনার চাটমোহরে শুক্রবার দুপুরে পৌরসভার ছোট শালিখা মসজিদের বারান্দা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে গত দুই মাসে চাটমোহর পৌরসদরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি সামনে থেকে অন্ততঃ ৬টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলো। এবার মসজিদের বারান্দায় থেকে মোটর সাইকেল চুরির ঘটনায় চাটমোহরবাসী শঙ্কিত।
অবশ্য পুলিশ বলছেন,মোটর সাইকেল চোরের সিন্ডিকেট সদস্যদের সনাক্ত ও গাড়ী উদ্ধারের চেষ্টা পুলিশ অব্যাহত রেখেছেন। তাছাড়া চেকপোস্ট বসিয়ে অনেক মোট সাইকেল মালিকের কাগজপত্র আছে, কিনা তা পরীক্ষা করা হচ্ছে।
জানা গেছে, শুক্রবার উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মোঃ গোলাম মোস্তফা’র ছেলে ব্যবসায়ী আতাউর রহমান দুপুর ২টার দিকে পৌরসভা কার্যালয়ের অদূরে ছোট শালিখা নতুন মসজিদের বারান্দায় গাড়ী রেখে পাশে আঃ সোবাহানের বাড়িতে ছিলেন। তখন বৃষ্টি পড়ছিলো। পনের মিনিট পরে এসে দেখেন তার ব্যবহৃত বাজাজ ডিসকভার-১০০সিসি কালো রংয়ের (রেজিস্টেশন নং পাবনা-হ-১২-১২৮৮) মোটর সাইকেলটি নেই।
গাড়ীর মালিক আতাউর রহমান বলেন, দুপুর ২টার দিকে মসজিদের সামনে মোটরসাকেলটি রেখে মাত্র ১৫ মিনিট পরে এসে গাড়ি পায়নি। খোঁজাখুজি পর মোটরসাইকেলটি না পেয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে থানার কর্মকর্তা ইনচার্জ (প্রশাসন) সেখ মোঃ নাসীর উদ্দিন বলেন,মোটর সাইকেল আরোহীদের বারবার সতর্ক করা হচ্ছে। তিনি গাড়ীর ব্যবহারকারীদের ক্যাবল লগ ব্যবহারের পরামর্শ দেন। তাছাড়া চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।