সারাদেশের মতো পাবনার চাটমোহরেও শনিবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এবার এ উপজেলায় ৪৫ হাজার ৮৮১ জন শিশুকে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৬৫টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করা হয়। এবার লাল ক্যাপসুলের সরবরাহ কম থাকায় ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুদের দুটি করে নীল ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ সবিজুর রহমান জানান,চাটমোহর উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সি ৫ হাজার ৬০১ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪০ হাজার ২৮০ জন শিমুকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে।