চাটমোহর উপজেলা হাজী সমিতির আয়োজনে গতকাল শনিবার ঐতিহাসিক শাহী মসজিদ চত্বরে ২০১৯ সালের হজ¦যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা হাজী সমিতির সভাপতি ডাঃ এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন পাবনা ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ আঃ শাকুর। প্রধান প্রশিক্ষক ছিলেন আলহাজ¦ মোঃ আনিসুর রহমান মাস্টার। বক্তব্য দেন,আলহাজ¦ মোঃ আঃ রাজ্জাক জকি,আলহাজ¦ মোঃ জালাল উদ্দিন,আলহাজ¦ মোঃ বদিউজ্জামান পাঠান,আলহাজ¦ মোঃ আবুল কাশেম,আলহাজ¦ আঃ রাজ্জাক,আলহাজ¦ শরিফুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ১৮২ জন হজ¦যাত্রী অংশগ্রহণ করেন।