নীলফামারীর ডোমার উপজেলার উত্তর চান্দখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নারী শিকারী প্রধান শিক্ষক রবিউল আলম বসুনিয়া রাজুর (৪৬) বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারীর অভিযোগের সত্যতা পেয়ে তাকে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত নারী শিকারী ওই প্রধান শিক্ষক উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের মৃত হায়দার বসুনিয়ার ছেলে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জানা যায়, রংপুর বিভাগীয় অফিসের উপ পরিচালকের নির্দেশে তাকে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় ওই শিক্ষক নারী কেলেঙ্কারী ঘটিয়ে আরো দুটি বিয়ে করে। ফলে তার বাড়িতে তিন স্ত্রী। এ অবস্থায় তার স্কুলের এক শিক্ষিকার স্বামী সন্তান থাকা সত্বেও ওই শিক্ষিকাকে ফাঁদে ফেলে তার ইজ্জত লুন্ঠন করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে ওই শিক্ষিকাকে বিয়ে করে। ওই বিয়ের এক মাসের মাথায় চতুর্থ স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটালে আদালতে মামলা হয়। এত সব ঘটনার পরেও সম্প্রতিকালে ওই প্রধান শিক্ষক এলাকার বোতলগঞ্জ রেলঘুন্টি গ্রামের ঢাকায় চাকুরীরত এক ব্যক্তির স্ত্রীর ঘরে রাতে প্রবেশ করে ইজ্জত নেয়ার চেষ্টার সময় ওই গৃহবধুর চিৎকারে এলাকাবাসী ওই প্রধান শিক্ষককে হাতে নাতে আটক করে। কিছু প্রভাবশালী ব্যাক্তি তাকে ছিনিয়ে গেলে এলাকাবাসী বিষয়টি শিক্ষা মন্ত্রনালয় ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করে। এ ছাড়া ওই শিক্ষক সৈয়দপুর উপজেলার এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলে বলেও অভিযোগে প্রকাশ। ছাত্রীটি বিয়ের দাবী নিয়ে ওই শিক্ষকের বাড়িতে চলে আসে। কিন্তু এসে যখন জানতে পারে তার অনেক স্ত্রী তখন ওই ছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আতœহত্যা করে। এই সকল অভিযোগে গত ১২ জুন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডোমার উপজেলায় তদন্ত ও এলাকাবাসীর সাক্ষ্য গ্রহন করতে গেলে ওই প্রধান শিক্ষকের অপসারন ও বিচারের দাবীতে উপজেলা শিক্ষা অফিস ঘেরাও করে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ চরিত্রহীন প্রধান শিক্ষকের কারণে ওই স্কুলের অভিভাবকগন তাদের ছেলে মেয়েদের ওই স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করে তদন্ত টিমের কাছে সাক্ষ্য প্রমান তুলে ধরে। ঘটনার সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রনালয় ও বিভাগীয় অফিসে প্রেরন করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।