বরিশালের আগৈলঝাড়া ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রে মধ্য বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে। গতকাল শনিবার ২২ জুন আগৈলঝাড়া উপজেলার আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালনায় একমাত্র ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রে ১ম দিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভোকেশাল প্রশিক্ষণ কেন্দ্র কারিগরি বোর্ডের আওতায়ধীন টেকনিক্যাল ৫টি ট্রেড রয়েছে। ট্রেডগুলি (সাবজেট) হলো জেনারেল মেকানিক্স, জেনারেল ইলেকট্রিকাল, ওয়েল্ডি এ- ফেব্রিকেশন, ড্রেস মেকিং, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ও। প্রতিটি ট্রেডে ৩০ জন ছাত্র/ছাত্রী ভর্তি হয়েছে। ১ম দিনের পরীক্ষা নকল মুক্ত ভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা পরিদর্শন করেন আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ও স্কুলের সভাপতি জেমস মৃদুল হালদার। এ বিষয়ে সভাপতি জানান প্রতিটি ট্রেডে ৩০ জন করে মোট ১৫০ জন্য শিক্ষার্থী ভর্তি হয়। ১ম দিন পরীক্ষা চলাকালীন সময় ১২৬ জন ছাত্র/ছাত্রীর উপস্থিত হয়। এখান থেকে শিক্ষার্থীরা যথাযথ প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন্ পলিটেকনিক কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে। অনেক শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করছে। এমনকি অনেকে নিজ নিজ প্রতিষ্ঠান করেও সাবলম্বি হচ্ছে। দেশে শিক্ষার সাথে সাথে টেকনিক্যাল শিক্ষা একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হলে তাকে বেকারত্ব জীবন যাপন করতে হয় না।