নগরীর চাঁদমারি কলোনি সংলগ্ন কীর্তনখোলা নদীর বেরিবাঁধে শনিবার সকাল সাড়ে নয়টায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধণ করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব ডাঃ ইসরাইল হোসেন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান এএইচ তৌফিক আহমেদ, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান, ডাঃ মোঃ ফয়সাল, ডাঃ মঞ্জুরুল আলম শুভ্র, ডাঃ নাহিদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, আয়শা তৌহিদা লুনা প্রমুখ।
একই সময়ে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জেলা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধণ করেছেন।
সূত্রমতে, সিটি কর্পোরেশনসহ জেলায় তিন লাখ ৫৬ হাজার ৪৬৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে বরিশাল জেলার ১০ উপজেলায় খাওয়ানো হবে তিন লাখ ছয় হাজার ৯৬৩ জন ও সিটি এলাকায় ৪৯ হাজার পাঁচশ’ জন শিশুকে।