কাহারোলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২২ জুন’১৯ সকাল ১০ টার সময় দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সারাদেশের ন্যায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবদুল মালেক সরকার ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম। জানা যায়, অত্র উপজেলায় ছয়টি ইউনিয়নে স্থায়ী ১টি কেন্দ্র সহ অস্থায়ী ১৪৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ২১৫০ জনকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১৭ হাজার ৩৫০ জনকে লাল রংঙের ‘এ’ প্লাস ভিটামিন খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এদিকে সকাল ১১ টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবদুল মালেক সরকার এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম উপজেলার সকল কেন্দ্র গুলো পরিদর্শন করছেন।