দেবহাটায় ইভটিজিংয়ে প্রতিবাদ করার ঘটনায় ঐ ইভটিজার কর্তৃক মেয়ের বাবা আজিজুল ইসলাম খোকনের (৪৫) কান কামড়ে কেটে নেওয়ার ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন সখিপুর মহিলা কলেজের ছাত্রী। মামলার আসামি হলেন দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আবু জাফর (২৪)। বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ঘলঘলিয়া মোড়ে এই ঘটনাটি ঘটে। পুলিশ ঐ মামলার আসামি আবু জাফরকে গ্রেফতার করেছে। বখাটের কামড়ে কান হারানো মেয়ের বাবা আজিজুল ইসলাম খোকন ঘলঘলিয়া গ্রামের রহমতুল্ল্যা সরদারের ছেলে। বর্তমানে তিনি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঐ ছাত্রী কলেজের যাওয়া আসার পথে আবু জাফর বিভিন্ন খারাপ কথাবার্তা বলে এবং তার পিতার মোবাইল ফোনে তাকে বিরক্ত করে। তার পিতা কয়েকদিন আবু জাফরকে নিষেধ করলেও জাফর সেকথা না শুনে তার কুকর্ম অব্যাহত রাখে। ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে ঘলঘলিয়া মোড়ের ফারুকের দোকানের সামনে তার পিতা জাফরকে এধরনের কাজ করতে আবারো নিষেধ করলে জাফর তার পিতাকে মারপিট করে এবং একপর্যায়ে তার পিতার কান কামড়ে কেটে নেয়। স্থানীয়রা তার পিতাকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনা উল্লেখ করে তিনি দেবহাটা থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা নং- ০৭/৬৫, ধারা- ৩২৩/৩২৬/৩০৭/৫০৬/৫০৯, পেনাল কোড-১৮৬০। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঐ মামলার আসামি আবু জাফরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এধরনের ঘটনা দুঃখজনক। মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।