‘আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী-২ গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মিরকামারীতে সমিতির ম্যানেজারের বাড়ি সংলগ্ন মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান, প্রকল্প পরিচালক আকবর হোসেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আমিনুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ও ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস। আরও বক্তব্য রাখেন ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা। এ ছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের মানুষকেও তিনি অর্থনৈতিকভাবে স্বচ্ছল করে সামনে এগিয়ে নিতে চান। এজন্য তিনি গ্রাম উন্নয়ন সমিতি গঠন করেছেন গ্রামের মানুষকে দারিদ্রতা থেকে মুক্ত করার জন্য। তিনি বলেন, নিজে চেষ্টা করলে কেউ অস্বচ্ছল থাকবে না। প্রতিদিন কাজ করতে হবে, আয় করতে হবে। তবেই স্বচ্ছলতা আসবে, দেশ এগিয়ে যাবে।