রাজশাহীর মোহনপুর উপজেলার পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে এবং অন্যজন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার ওষায়ের হাটরা গ্রামের বাবুল ইসলামের স্ত্রী আসমা বেগম ও দুর্গাপুর গ্রামের মো. গরীবুল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম। আনোয়ারার ঝুলন্ত লাশ ঘরে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে। আর আসমা বেগমের লাশ পাওয়া গেছে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বিলের মধ্যে।
এ তথ্য নিশ্চিত করে মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ ( ওসি ) মোস্তাক আহমেদ শনিবার দুপুরে এফএনএসকে জানান, ‘শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পদ্মবিলে ছাগল চরাতে গিয়ে দুই শিশু প্রথমে আসমা বেগমের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় সংবাদটি দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি কনডমের প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ থেকে তারা ধারণা করা হচ্ছে ধর্ষণের পর আসমা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
এদিকে নিহত আনোয়ারা বেগমের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, ‘দীর্ঘ দিন ধরেই নানা অসুখ-বিসুখে ভুগছিলেন আনোয়ারা। হয়তো সে যন্ত্রনা সহ্য করতে না পেরে শনিবার ভোরের কোনো একসময় তিনি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
শনিবার দুপুর এ প্রতিবেদন লেখা অবস্থায় ওসি জানান, নিহত দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। আর গৃহবধূ আসমার লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।