দিনাজপুরের ঘোড়াঘাটে বহুল আলোচিত রতন হত্যা মামলার এক গ্রেফতারকৃত আসামি পুলিশের নিকট স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি অনুযায়ী শুক্রবার বিকালে হত্যা মামলার অপর মুল আসামি মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলাম জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী (সুলতানপুর বালুপাড়া) গ্রামের আফজাল হোসেনের সাথে প্রতিবেশী মৃত, সামসুল হকের ছেলে আসাদুল হক (৩৫) ও ফরিদুল ইসলামের সাথে বসতবাড়ী নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। এমতবস্থায় এ ঘটনার জের ধরে আফজাল হোসেনের পুত্র রতন (২০) গত ২৮ মার্চ তারিখে পোটলের খেত পরিচর্জা করতে গিয়ে নিখোঁজ হয়। পরবর্তিতে ১দিন পর ওই রতনের লাশ ঘোড়াঘাট উপজেলার গোবিন্দপুর সিংগিগাড়ী চরে জনৈক সূর্যপদ সরকারের ভূট্টা ক্ষেত থেকে তার লাশ ঘোড়াঘাট থানা পুলিশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত রতনের মা বাদী হয়ে দিনাজপুর জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালত ঘোড়াঘাট হাকিমপুর এর নিকট একই গ্রামের আকবর আলীর পুত্র শহিদুল ইসলাম (৪০),শহিদুল ইসলামের পুত্র এনামুল হক(২৫) ও মৃত, সামসুল হকের পুত্র আসাদুল হককে (৩৫) সহ ৩ জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি আসাদুল হক ও তার ভাই ফরিদুল ইসলামকে গ্রেফতার করে। আশাদুল হক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আশাদুল হক জানায়, আসামি এনামুল জীবিত অবস্থায় রতনকে ঘুষি মারে, মিলন লাঠি দিয়ে মাথায় আঘাত করে, শহিদুল গলা টিপে হত্যা করে, আসাদুল চোখ উপড়ে নেয়, মিলন মৃত্যুর পর গলা কেটে জবাই করে। স্বীকারোক্তি অনুযায়ী গত ২১ জুন শুক্রবার বিকেলে ঘোড়াঘাট জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম এর নির্দেশে হাকিমপুর সার্কেলের সিনিয়র এ,এস,পি আখিউল ইসলাম ও ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিরুল ইসলামের যৌথ নেতৃত্বে ওসি ইন্সপেক্টর (তদন্ত) ফেরদৌস করিম ও এস আই সাইফুল ইসলাম-২ সহ মুল আসামি নুর ইসলামের পুত্র মিলনকে (২৪) সুলতানপুর পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে পুলিশের নিকট স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।