ঢাকা থেকে রাজশাহীগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের টয়লেটে অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (২৬) নামের এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃত ওই শ্রমিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। বৃহস্পতিবার (২০ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শ্লীলতাহানির শিকার ওই কিশোরীর বাড়ি সিরাজগঞ্জে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে থানার ওসি সাঈদ ইকবাল শুক্রবার (২১ জুন) বিকালে জানান, ‘ওই কিশোরী তার নানি ও খালার সঙ্গে নানার বাড়ি রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট আসছিল। পাবনার ঈশ্বরদী বাইপাস পার হওয়ার পর ওই কিশোরী ট্রেনের টয়লেট থেকে বের হওয়ার জন্য দরজা খুলতেই মমিনুল ভেতরে ঢুকে পড়ে। এরপর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন আসা পর্যন্ত প্রায় ৪০ মিনিট ওই কিশোরীকে টয়লেটে আটকে রেখে শ্লীলতাহানি করে। কিন্তু ট্রেনের শব্দের কারণে ওই কিশোরীর চিৎকার শোনা যায়নি। তবে অনেকক্ষণ ধরেই টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অন্যান্য যাত্রীরা দরজায় ধাক্কা দিয়ে খুলতে বলেন। কিন্তু দরজা খোলা হচ্ছিল না। এক পর্যায়ে তারা ওই কিশোরীর চিৎকার শুনতে পান। তখন ট্রেনে দায়িত্বরত পুলিশের এএসআই উজ্জ্বলের মাধ্যমে টয়লেটের দরজা খুলতে বাধ্য করা হয়। এ সময় কাঁদতে কাঁদতে ওই কিশোরী বেরিয়ে এসে অভিযোগ করলে মমিনুলকে গ্রেফতার করা হয়।’
ওসি বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছলে ভিকটিমসহ গ্রেফতারকৃত মমিনুলকে রেলওয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই কিশোরীর ভাষ্য অনুযায়ী, ট্রেনের টয়লেটের ভেতর মমিনুল দীর্ঘ সময় ধরে ওই কিশোরীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তবে ধর্ষণের ঘটনা ঘটেনি। কিন্তু শ্লীলতাহানি ঘটেছে।’
এ ঘটনায় আইনী প্রক্রিয়ার বিষয়ে ওসি বলেন, ‘ঘটনাস্থল রেলওয়ের ঈশ্বরদী থানার অধীনে। তাই রাত ১২টার ঢাকাগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনেই ভিকটিমসহ অভিযুক্ত যুবককে ঈশ্বরদী থানায় পাঠানো হয়েছে। সেখানেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’