আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলনের লক্ষে মুলাদীতে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুস সালামের তত্ত্বাবধানে উপজেলার ৭টি ইউনিয়নের ১২টি ভেন্যুতে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ২০ জুন থেকে ২৫জুন পর্যন্ত ৩৯তম ব্যাচের প্রশিক্ষণে মুলাদী উপজেলার ৬৬টি প্রতিষ্ঠানের ৭৮০জন শিক্ষক আইসিটি প্রশিক্ষণে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। গতকাল শুক্রবার সকাল ৯টায় আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের সহকারী পরিচালক জাহিদুল করিম হাসান ও বরিশাল জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুস সালাম প্রশিক্ষণ কর্মসূচির কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যু পরির্দশন করেন এবং প্রশিক্ষণে শিক্ষকদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।