বাবুগঞ্জে ব্রাক পল্লী সমাজের উদ্যোগে মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় চাঁদপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে মাদক প্রতিরোধে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা বলেন মাদক একটি সামাজিক অপরাধ। এটি বন্ধে কঠোর কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। তার ধারাবাহিকতায় মাদক বন্ধে বেসরকারী এনজিও ব্রাক’র পল্লী সমাজের উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় প্রতিনিয়ত বিভিন্ন সভা-সমাবেশ আলোচনা সভা করে যাচ্ছেন। এর অংশ হিসেবে শুক্রবার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক প্রতিরোধে আলোচনা সভায় পল্লী সমাজের সভাপতি মরিয়ম বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ জুয়েল মোল্লা,সামসুন নাহার,রেকসোনা আক্তার। সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ব্রাক’র পল্লী সমাজের উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উপজেলা প্রতিনিধি ুিমল্টন কুমার ঘোষ।