বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফ্রাঞ্চাইজি ভিত্তিক বিশ্বের প্রায় সব নামি-দামি টুর্নামেন্টেই তার অবাধ বিচরণ তার। সাকিব নতুন করে নাম লেখালেন কানাডা কেন্দ্রিক ফ্রাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টোয়েন্টির দল ব্রাম্পটন ওলভসে। দলটিতে যোগ দিচ্ছেন সদ্য সাবেক হওয়া ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংও৷
ক্রিকেট ৯৭ ডট কম থেকে জানা গেছে, গতবছর প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টেটির এবারের আসর বসবে ২৫ জুলাই থেকে। মূলত বিশ্বকাপ ব্যস্ততায় থাকা ক্রিকেটারদের পেতেই একটু দেরি করে শুরু করা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। অংশ নিচ্ছে ছয়টি দল।
সাকিবের ব্রাম্পটন আগের আসরে খেলেছিল ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বি টিম’নামে, সেবার ফাইনালে ভ্যাঙ্কুবার নাইটসের কাছে হেরে রানার্সআপ হয় দলটি। গ্লোবাল এই টি-টোয়েন্টি লিগে সাকিবই দল পাওয়া প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র বাংলাদেশি৷ সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার কলিন মুনরোকে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সাকিবদের হোম ভেন্যু ব্রাম্পটনেই।দল পেয়েছেন বেশ কয়েকজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটারও। যাদের মধ্যে ফাফ ডু প্লেসি ও কেন উইলিয়ামসন এডমন্ট রয়্যালসে, ক্রিস গেইল, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভ্যাঙ্কুবার নাইটসে, ডোয়াইন ব্রাভো ও ক্রিস লিন উইনিপেগ হকসে, সুনীল নারাইন ও থিসারা পেরেরা মন্ট্রিয়াল টাইগার্সে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে দল পেয়েছেন সম্প্রতি ১৯ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংও। কানাডার এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে চূড়ান্ত ছিল যুবরাজের পরিকল্পনা, সে মাফিকই নিয়েছেন অবসরও। এখন কেবল ভারতীয় বোর্ডের অনাপত্তিপত্র পাওয়ার অপেক্ষা, তবে বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষেই অবসরে যাওয়া ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান তা সহজে পাচ্ছেন বলেই অনুমেয়।
টুর্নামেন্টে তিনি দল পেয়েছেন টরেন্টো ন্যাশানালসে। যেখানে ভারতের হয়ে ১১ হাজারের বেশি রান করা যুবরাজ সঙ্গী হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ডের মত তারকাদের। প্রসঙ্গত অবসরে যাওয়ার পরই যুবরাজ বলেছেন বাকী জীবন উপভোগ করতে চান টি-টোয়েন্টি খেলে। কানাডার এই টুর্নামেন্ট দিয়েই তবে যুবরাজের উপভোগের আসর শুরু।