আহলেহাদীছ আন্দোলন আদর্শ মানুষ গড়ার এক অনন্য ফ্লাটফর্ম। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে পরিচালিত এ সংগঠনের লক্ষ্য হচ্ছে মানুষের আক্বীদা-আমল সংশোধনের মাধ্যমে তাদের জান্নাতী মানুষে পরিণত করা। সুতারাং যাদের লক্ষ্য হবে জান্নাত লাভ, তারা যাবতীয় চরমপন্থা, সন্ত্রাস মাদকতা ইত্যাদি থেকে দূরে থাকবে এবং পরিবার ও সামজকেও এসব থেকে দূরে রাখবে।
গতকাল শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ দিনাজপুর পশ্চিম জেলার যৌথ উদ্যোগে আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ’ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এসব কথা কলেন।
আহলে হাদীছ আন্দোলন দিনাজপুর পশ্চিম জেলার সভাপতি ডা. মুহাম্মাদ আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহলে হাদীছ যুব সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, সোনামনির কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ রবিউল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহলে হাদীছ আন্দোলন দিনাজপুর (পশ্চিম) যেলার সেক্রেটারী মুমিনুল ইসলাম, বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ জেলা সভাপতি সাজ্জাদ হোসেন, আন্দোলনের জেলা নেতা মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
অনুষ্ঠানে আহলে হাদীছ আন্দোলন ও যুবসংঘের যেলা ও উপযেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।