ফরিদগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি গত ১৬ জুন রাতে উপজেলার রঘুনাথপুর বেপারি বাড়িতে ঘটে। শিক্ষার্থীটি ধর্ষনের শিকার হওয়ার পর ধর্ষকের প্রাণ নাশের হুমকিতে গত ৫ দিন যাবত মুখ খোলেনি। কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে চিকিৎসকের কাছে নিয়ে আসলে বিষয়টি ধরা পড়ে। অবশেষে শিক্ষার্থীটি ধর্ষনের শিকার হয়েছে বলে তার মাকে জানায়।
ধর্ষনের শিকার শিক্ষার্থীটি মা জানান, গত ১৬ জুন রোববার রাতে একই বাড়ির নুর মোহাম্মদের লম্পট ছেলে সালামত উল্লা কৌশলে তার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষন করে। কিন্তু ধর্ষক সালামত আমার মেয়েকে ধর্ষন করার পর মেরে ফেলার হুমকি দেয়ায় সে বিষয়টি আমাকে জানায়নি। ঘটনার পর মেয়েটির রক্ত ক্ষরণ শুরু হলে প্রথমত ভেবেছি হয়তো প্রকৃতির নিয়মে মেয়েটির তা হচ্ছে। কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরণ শুরু হওয়ায় তাকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাই। তখন বিষয়টি ধরা পড়ে। এরপর মেয়েটি প্রকৃত ঘটনাটি আমার কাছে খুলে বলে। এখন মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছি। আমি ঘটনার উপযুক্ত বিচার চাই।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রকিব জানান, ধর্ষনের শিকার শিক্ষার্থীটি বাব-মাসহ থানায় হাজির হয়ে বিষয়টি অবগত করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ধর্ষককে আটকসহ আইনানুগ সকল ব্যবস্থা গ্রহন করা হবে।