বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে শ্বশুর পরিবারের বিরুদ্বে। গুরুতর অবস্থায় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের। মামলা ও গৃহবধূ সূত্রে জানা, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের করিম মিয়ার ছেলে মিলন মিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তার প্রবাসে থাকার সুযোগে মিলনের স্ত্রী নিলুফা বেগমের কাছে সম্প্রতি ২লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছে তার শ্বশুর পরিবার লোকজন। দরিদ্র পরিবারের মেয়ে নিলুফা বেগম পিতার বাড়ি থেকে ২লক্ষ টাকা আনতে অস্বীকৃতি জানান। নিলুফা বেগম টাকা আনার কথা অস্বীকৃতি জানানোর পর গত বুধবার (১৯জুন) রাতে ভাবী নিলুফাকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে দেবর রিপন ও স্বপন মিয়া। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এর আগেও একাধিকবার তাকে শ্বশুর পরিবার লোকজন শারীরিক নির্যাতন করেছিল নিলুফাকে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রবাসী মিলনের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে থানায় দেবর ও শ্বশুরীর বিরুদ্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে, যার নং-১৪। আসামীদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে বলে জানান পুলিশ প্রশাসন।