দুই হাজার সাতশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের দূর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-মামুন হাওলাদার ও রুবেল হাওলাদার।
বন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃতরা লক্ষীপুর জেলা থেকে ইয়াবা ট্যাবলেট এনে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের বিশেষ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।