বৈরী আবহাওয়ার কারণে যথাসময়ে উপস্থিত হতে না পারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি প্রায় দুইশতাধিক পরীক্ষার্থী। পরবর্তীতে তারা কেন্দ্রের সামনে উপস্থিত হয়ে কেন্দ্রে প্রবেশের দাবীতে বিক্ষোভ করেছেন।
এসময় পুলিশের সাথে বাগ্বিতন্ডার একপর্যায়ে পরীক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। তবে নির্দিস্ট সময়ে না আসায় তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ৩২টি কেন্দ্রে একযোগে শুরু হয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রবেশপত্রের শর্ত অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করার কথা ছিলো। কিন্তু বৈরী আবহাওয়ার কারনে সরকারী বরিশাল কলেজ কেন্দ্রে দুই শতাধিক পরীক্ষার্থী ১০টার দিকে কেন্দ্রের সামনে উপস্থিত হয়। এ সময় দায়িত্বরত কর্মকর্তারা নির্ধারিত সময়ের পরে আসার তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। এ কারনে ক্ষুব্ধ হয়ে ওঠে পরীক্ষার্থীরা সরকারী বরিশাল কলেজ কেন্দ্রের প্রধান ফটক ঠেলে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। পরে পুলিশ তাদের কেন্দ্র থেকে বের করে দেয়।
রিয়াজ শরীফ, হিরণ বৈরাগী, কেএম তরিকুল ইসলামসহ পরীক্ষা দিতে না পারা একাধিক পরীক্ষার্থীরা অভিযোগ করেন, হঠাৎ করেই বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে দূরের পরীক্ষার্থীদের সরকারী বরিশাল কলেজ কেন্দ্রে আসতে বিলম্ব হয়। অর্থাৎ সকাল ১০টা পাঁচ মিনিটে এসে তারা দেখতে পায় গেট বন্ধ করে দেয়া হয়েছে। এরপর শত অনুরোধ করেও কোন কাজ হয়নি। ফলে তারা দুইশতাধিক পরীক্ষার্থী বাহিরে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, একইভাবে নগরীর অন্যান্য কেন্দ্রেও বিলম্বের কারনে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেননি।
এ ব্যাপারে বিএমপির উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান, পরীক্ষার্থীরা সঠিক সময় আসতে না পারায় তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। বরিশালে দুইশ’ শূন্য পদের বিপরীতে ৩২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬২ হাজার।