নীলফামারীর ডোমার উপজেলায় চার মটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত হতে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান হতে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তিনটি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া মটরসাইকেল চোররা হলেন, ডোমার পৌর সভার ডাঙ্গাপাড়া এলাকার জুলফিকার আলী ভুট্টোর ছেলে মাসুদ পারভেজ সোহেল (২৪), দক্ষিন কেতকীবাড়ি এলাকার জামিয়ার রহমানের ছেলে মো: সুমন ইসলাম (১৯), পঞ্চগড় জেলার দেবীগজ্ঞ উপজেলার উপোন চৌকি ভাজিনী এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন((২৪) ও একই উপজেলার কাজলদিঘি এলাকার আজিমুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৬)।
থানা সুত্রে জানা গেছে, গত ২৪ মে সন্ধ্যায় ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার ফরিদুল ইসলামে একটি মটরসাইকেল চুরি যায়। এতে সে বাদি হয়ে ছয় জনের নাম ও অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা করে। পুলিশ ২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার এক নম্বর আসামী মাসুদ পারভেজ সোহেলকে মামলার আরেক আসামী পূর্বহরিণচড়া বটতলী এলাকার মো: আফির বাড়ি হতে একটি চোরাই মটরসাইকেলসহ গ্রেফতার করে। সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতর্যাপি অভিযান চালিয়ে আসমী সুমন, সাগর ও রাকিবুলকে তাদের বাড়ি হতে গ্রেফতার করা হয়। এসময় আরো দুইটি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজার রহমান জানান, মটরসাইকেল চোরদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্যান্য চোরদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হবে।