দীর্ঘ এক মাসেরও বেশি সময় ছুটি শেষে আগামী রোববার (২৩ জুন) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ওই দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতরগুলো যথারীতি চালু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পবিত্র ঈদুল ফিতর, শবে কদর, জুমাতুল বিদা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ১৯ মে (রোববার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। ২ জুন (রোববার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় অফিস ও প্রশাসনিক দফতর।
উল্লেখ্য, সেশনজট কমাতে ছুটির দিনগুলোতেও কয়েকটি বিভাগ সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়।