 
		
	রংপুর র্যাব অভিযান চালিয়ে ১১৬০ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
রংপুর র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানাগেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সেয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর ৩০নং ওয়ার্ডের সাতমাথা গোল চত্ত্বরের উত্তর পাশ থেকে ১১৬০ পিছ ইয়াবা ৪টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, ২টি মেমোরী কার্ড এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২ হাজার ২৩০ টাকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হল,কুড়িগ্রামের চিলমারী সর্দারপাড়া এলাকার মোঃ হাছেন আলীর পুত্র আব্দুল আউয়াল, ফুলবাড়ি গোরক মন্ডপ এলাকার মৃত হাসেম আলীর পুত্র মমিন ইসলাম ও চিলমারী বনবিভাগ এলাকার চান মিয়ার পুত্র মিনহাজুল ইসলাম মিঠু।
গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম, রংপুর এবং লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করত। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।