ফরিদপুর শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে দুই মহিলাসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশুসহ ৭ জন। নিহতদের মধ্যে ঢাকার গ্রামীণ জুয়েলার্সের মালিক রয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার সকালে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে ফরিদপুরের আলফাডাঙ্গার উপজেলায় গ্রামের বাড়ীতে ফিরছিলেন গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার স্বজনেরা। দুপুরে শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর নামকস্থানে এসে পৌছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রন হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে মারা যান গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার মা মহিরুন বেগম। পরে স্থানীয়রা আহত ৮ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে নেবার পর মারা যায় আছিয়া বেগম নামের এক মহিলা। হাসপাতালে ভর্তি থাকা আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা প্রেরন করা হয়েছে। শিশুসহ অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।